যশোরের বেনাপোল থেকে বাসে ঢাকার সমাবেশে যাওয়ার পথে রাজবাড়ী থেকে জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা ২৭ জামায়াতের নেতাকর্মী রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় থেকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার ভোরে যশোরের বেনাপোল থেকে বাসে ২৭ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে আসে। বাসটি দুপুর সাসড়ে ১২টার দিকে রাজবাড়ী সদরের গোয়ালন্দে মোড় এলাকায় পোঁছালে পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, গোয়ালন্দ মোড় থেকে বিভিন্ন ছোট-বড় যানবাহনের তল্লাশি করা হয়। নিয়মিত কাজের অংশ হিসাবেই এই তল্লাশি। তল্লাশির অংশ হিসাবে একটি বাসকে থামানো হয়। সেখান থেকে জামায়াতের ২৭ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম