কোনও প্রকার অপ্রিতকর ঘটনা ছাড়াই নিরুত্তাপভাবে মেহেরপুরে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার কোনও পরিবহন ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্য্যস্থলে যেতে অটোরিকশা, স্যালোইঞ্জিন চালিত নছিমন, করিমন, আলগামনই একমাত্র ভরসা। এ কারণে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে যেতে পারেনি সাধারণ মানুষ।
এদিকে, সকাল থেকেই বিএনপি ও জাময়াতের কোনও কর্মীকেই মাঠে দেখা যায়নি। দুপুর পযন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরও হরতালের বিপক্ষে কোনও কর্মসূচি নিতে দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে শতর্ক অবস্থায় রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ