রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে শনিবার বিকালে এ পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য হাশেম রেজা এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ ওয়ার্ড সভাপতি ইসলাম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯ ওয়ার্ড সভাপতি সরফরাজ আলী, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আক্তার হোসেন, রায়পুর ইউপি সদস্য আকবর আলী, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান আক্তার, কুড়–লগাছি ইউপি সদস্য আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা শাকিল আহমেদ, শাহাবুদ্দিন খান, আলম বিশ্বাস, সিরাজুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ