বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জামালপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোঃ রব্বানী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ছেলে মিজানুর রহমান মুকুল, নিহতর ভাই কাওছার প্রমুখ।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের হত্যাকারী গৌড় চন্দ্র, তপন বড়ুয়া, আনিসুর রহমান ও সোহরাবের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ