চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতা পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জান-মালের ক্ষতিসাধনকারী হিসেবে চিহ্নিত করে ৩৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এদের আটক করা হয়। এসময় সাতটি বোমা সদৃশ বস্তু, নয়টি বাঁশের লাঠি ও চারটি লোহার রড উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই বিএনপি জামায়াতে নেতা-কর্মী।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, শনিবার রাতে জেলার দর্শনা থানা এলাকার রামনগর ঈদগাহ মাঠের কাছ থেকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল চঞ্চল (৫১), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলী (৩৫), নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী (৪৮), দর্শনা পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মন্টু মন্ডল (৪৫), দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস আলী (২২)সহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জেলার স্ব স্ব থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন