চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ করা হয়েছে। রবিবার সকাল থেকে চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা, পুরাতন বাস স্টেশন, ডুলাহাজারা ও বিকালে খুটাখালীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দরা।
এদিকে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে খন্ডখন্ড মিছিল সহকারে শান্তি সমাবেশে যোগ দিতে দেখা যায়।
বিডি প্রতিদিন/এএম