চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তুল ও ৬ রাউন্ড গুলিসহ শিহাব আলী (২০) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিহাব হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
রবিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরে একটি ভ্যানগাড়ির গতিরোধ করে বিজিবি সদস্যরা। এ সময় শিহাব দৌড়ে পালানো চেষ্টা করেন। পরে তাকে ধরে তার কাছে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন জব্দ করা হয়। একটি বই কেটে বিশেষ কায়দায় অস্ত্রটি লুকিয়ে শিহাব পাচার করছিলেন।
বিডি প্রতিদিন/এএম