রাঙামাটিতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বিএনপির ডাকা হরতাল। রবিবার সকাল ৬টা থেকে রাঙামাটি শহরে তেমন কোন যানবাহন চলাচল না করলেও মাঠে ছিল না পিকেটাররা। তবে হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হরতালে নাশকতা এড়াতে রাঙামাটি জেলা বিএনপির প্রায় ৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাঙামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. খাইরুল ইসলাম ও সদর থানা ছাত্রদলের কর্মী মো. আনোয়ার। এছাড়া আটক হয়েছে বিএনপির সমর্থীত ৬ কর্মী।
রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম ভূট্ট বলেন, বিনা কারণে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে হয়রানি করছে। যাদের পুলিশ আটক করেছে ওরা সবাই সাধারণ কর্মী। তবুও তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতেও বিএনপির হরতাল পালিত হয়েছে। তবে মাঠে দেখা যায়নি হরতাল সমর্থকদের। নাশকতা এড়াতে শহরের বনরূপা, কাঠালতলী বিএনপির কার্যালয়ের সামনে বেশ কিছু পুলিশ অবস্থান নেয়। একই সাথে হরতালের বিরুদ্ধে মাঠে ছিল জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চলাচল করেনি দূরপাল্লার কোনো যানবাহন। তবে শহরের মার্কেটসহ অন্যান্য দোকানপাঠ বন্ধ ছিল। স্বাভাবিক ছিল অফিস আদালত।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর আমিন বলেন, নাশকতা এড়াতে ৯ জনকে আটক করেছে পুলিশ। হরতালে শান্তিপূর্ণ পরিবেশ ছিল রাঙামাটি শহরে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল