সারাদেশে বিএনপির ডাক দেয়া হরতাল ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় একটি উন্নয়ন ও শান্তি সমাবেশে যুক্ত হন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, হরতালের নামে মানুষের স্বাভাবিক জীবনে স্থবিরতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর করে ও আগুনে পুড়িয়ে মানুষের জামালের ক্ষতি করা বিএনপির পুরনো কাজ। ক্ষমতালাভের জন্য মরিয়া হয়ে তারা আবার সেই ঘৃণ্য রুপ প্রদর্শন করছে। এতে আওয়ামী লীগ একটুও বিচলিত নয়। বরং হরতাল বা ভাংচুরের মধ্য দিয়ে আর কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথেই তার জবাব দেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন ও পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা এ শান্তি সমাবেশে বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএম