কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে সৈয়দগাঁও মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শামসুদ্দোহা, ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দেখে বিএনপি-জামায়াত গোষ্ঠী দিশেহারা হয়ে গেছে। এ অবস্থায় তারা আর ক্ষমতায় যেতে পারবেনা বুঝতে পেরে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিনহাজুল হক খোকা। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম