শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপি'র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাক করে মো. আজিজুল হক নামের ওই নেতার মৃত্যু হয় বলে জানা গেছে। তিনি যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
জানা গেছে, বিএনপি'র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আজ রবিবার বিকেলে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ মধ্য বাজার পর্যন্ত আসে। এ সময় আজিজুল হঠাৎ দাঁড়িয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক আশরাফুন্নাহার বলেন, পেসেন্টকে হাসপাতালে নিয়ে আসার পর দেখি কোনো পালস নেই। তবুও ইসিজি করে নিশ্চিত হয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল