বিএনপি জামায়াতের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হরতাল নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, অসাংবিধানিক দাবী ও পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
রবিবার দুপুর দুইটার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে হতে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেলা বারের সাবেক সভাপতি ও পিপি এড, আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এড. সোহানা, জিপি এড, লুৎফর রহমান, জেলার স্পেশাল পিপি এড. লাবলু মোল্লা, অতিরিক্ত পিপি অজয় চক্রবর্তী, অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম পল্টুু, সাবেক সাধারণ সম্পাদক এপিপি নাসিমা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এড,আলমগীর কবীর, এড,মাহাবুবুর রহমান সবুজ, এড,এস আর রহমান মিলন,এড,মোজাম্মল হোসেন রুমেল, এড, গোলাম মাওলা তপন,এড,নাসিরুজ্জামান খান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন এপিপি এড,রুহুল আমিন,এড,আবুল হাসান মৃধা,এড,আতিকুল ইসলাম,এড,হাফিজুর রহমান,এড, প্রিন্স ফয়সল,এড, নয়ন মিয়া, এড,মোহাম্মদ হোসেন,এড, শাহ আলী দেওয়ান, এড, হাসান দেওয়ান,এড, সেতু ইসলামসহ জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/নাজমুল