বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে কুড়িগ্রাম আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলা জজকোর্ট চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর একুশে পদকে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশিদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল খালেক চাঁদ, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ