ঠাকুরগাঁওয়ে বিউটিশিয়ানদের নিয়ে ব্রাইডাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন জেলার মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্ত্বাধিকারী সুমি আক্তার।
রবিবার বিকেলে হোয়াইট বাংলার আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভিআইপি হল রুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেস্ট বিউটি এক্সপার্ট-২১ এর চেয়ারম্যান এবং হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে অর্থি অ্যারোমার নেহার আক্তার প্রথম রানার আপ এবং রুপসী বিউটি পার্লারের জুলি আক্তার দ্বিতীয় রানার আপ হয়।
এর আগে সকাল থেকে এই প্রতিযোগিতায় রিয়েলিটি শো বেস্ট বিউটি এক্সপার্ট-২১ এ জেলার অর্ধশতাধিক বিউটিশিয়ান অংশ নেয়।
পুরস্কার বিতরণে টিম লিডার লাভলী আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিউটি এক্সপার্ট নাজিয়াত নওরিন, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, এমএস সামাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিয়েলিটি শো বেস্ট বিউটি এক্সপার্ট-২১ আওতায় সারা দেশে বিউটিশিয়ানদের তিনদিনের প্রশিক্ষণ শেষে এই প্রতিযোগিতা হলো।
বিডি প্রতিদিন/এএ