মাদারীপুরে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মহিদ হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব লিয়াকত খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু,যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা,তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল ফাত্তাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. সিরাজুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেজর (অব:) সিকদার আনিসুর রহমান, মহিলা পার্টির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাবরিন জেরিনসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ