বিএনপি-জামায়াতের অবরোধ নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। পুলিশ পিটিয়ে হত্যা করছে, বাসে আগুন দিচ্ছে। তাদের এমন কর্মসূচির কঠোর জবাব দেয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সম্পা মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ