বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়ক ছিল ফাঁকা। দু-একটা পণ্যবাহী ট্রাক চলাচল করলেও যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ী চলাচল করে নাই। জেলা শহর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে আভ্যন্তরীণ রুটে কিছু বাস ও ট্রাক চলাচলে করেছে। রিক্সা-ভ্যান সিএনজি ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে, গতরাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় দুর্বৃত্তরা একটি গম বোঝাই ট্রাকে আগুন দিলে ট্রাকের সম্মুখভাগহর গম পুড়ে ছাই হয়ে গেছে। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে, অবরোধে নাশকতারোধে রাস্তায় র্যাব-পুলিশের টহলের জোরদার রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কে দুই-একটি পণ্যবাহী যানবাহন চলাচল করলেও যাত্রীবাহী ও ব্যাক্তিগত গাড়ি চলাচল করছে না। র্যাব-পুলিশের টহল জোরদার রয়েছে। গত দুদিনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিডি প্রতিদিন/এএ