সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবা সকাল পর্যন্ত জেলার সদর, রায়গঞ্জ, এনায়েতপুর, শাহজাদপুর, সলঙ্গা, বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সদর থানায় এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিএনপির ১১ জন এবং জামায়াতের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রায়গঞ্জে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে গ্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক মেম্বরসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এনায়েতপুরে ২৪ ঘণ্টায় তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শাহজাদপুর গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সলঙ্গায় অভিযান চালিয়ে একজন বিএনপি নেতা ও একজন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। বেলকুচি, কাজিপুর, কামারখন্দ, চৌহালী থানা এলাকা থেকে একজন করে বিএনপি কর্মী গ্রেফতার হয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, আটককৃতদের নাশকতাসহ বিভিন্ন মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল