বিএনপির ডাকা অবরোধের তিনদিনই রাজপথে ছিলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে রাজপথে ছিলেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগরজলফৈ বাইপাস, ঘারিন্দাসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটরসাইকেল মিছিল বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক ও শহরের গুরত্বপূর্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন। অবরোধকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন স্থান ও রেল স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিশেষ নজরদারি বাড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মহাসড়কে র্যাব সদস্যরাও টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/এএ