টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দাড়িয়াপুর ব্লাড ডোনেশন ক্লাব। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওই এলাকার দাড়িয়াপুর, কৈয়ামধু, খোলাঘাটা, নাকশালা, কাঙ্গালিছেও, আবাদী গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ সেবা নিতে আসে। এতে গাইনি ও প্রসূতি বিষয়ক ডা. সাবিহা আক্তার রুমি, কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফারুখ হোসেন, নাক, কান, গলা ও হেডনেক সার্জন ডা. শরীফ হোসেন বাবু, শিশু ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. আরিফ আকসি সামি চিকিৎসা সেবা দেন। এ সেবা কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ। এ সময় বিশিষ্ট সমাজ সেবক মো. সানোয়ার হোসেন মাস্টার, প্রধান শিক্ষক আব্দুল আজিজ বিএসসি, আওয়ামী লীগ নেতা খোকনুর রহমান খোকন আলোচনায় অংশ নেন।
দাড়িয়াপুর ব্লাড ডোনেশন ক্লাবের সমন্বয়ক ফিরুজ মাহমুদ ও আসিফ আহমেদ তুষার জানায়, দ্বিতীয় বারের মতো দিনব্যাপী এ আয়োজনে ৩৭৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ২২৭ জনকে বিভিন্ন রোগের চিকিৎসাপত্রসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ