ময়মনসিংহ হালুয়াঘাটে বেকুবাহী টাক্টরের চাকায় চাপা পড়ে আলিফ (৪) নামে প্রাণ গেল এক শিশুর। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কৈচাপুর ইউনিনের বড়দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর আলিফ একই এলাকার আবু বাক্কারের ছেলে।
থানা পুলিশ ও শিশু আলিফের পরিবার জানান, রাস্তার ধারেই খেলাধূলা করছিল নিহত আলিফ। রাস্তায় চলাচল অবস্থায় একটি বেকুবাহী টাক্টর কোন কিছু বুঝে উঠার আগেই বাচ্চাটি গায়ে সজোরে আঘাত করে। তাৎক্ষণিক সে ট্রলির পিছনের চাকার অংশে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। এ সময় অন্য বাচ্চারা চলে গেলেও শিশু আলিফ যেতে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় চালক পালিয়ে গেলেও দূর্ঘটনা স্থান ওই টাক্টরটিকে জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, দূর্ঘটনায় শিশু নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে প্রেরণ করা হয়। যাচাই বাছাই প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ