বিএনপির ডাকা হরতাল অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিরোধে রাজপথে থেকে তার জবাব দেওয়ারও ঘোষণা দেন তারা।
এদিকে কুষ্টিয়ার খোকসায় জামায়াত ও বিএনপির ‘অবরোধ’ এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খোকসা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল স্থানীয় বাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে শান্তি সমাবেশ করে। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে তৈরি হওয়া জামায়াত-বিএনপি সাংগঠনটি ২০১৮ সালের ন্যায় আবারও অগ্নি সন্ত্রাস কার্যকলাপ শুরু করেছে। এবারও যদি নির্বাচনী ট্রেন ফেল করে তবে চিরতরের মতো বাংলার মাটি থেকে রাজনীতির স্বাদ মিটে যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল