নোয়াখালী সুধারামের নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার আব্দুল মালেক উকিল কলেজ গেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুইগ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু (৩৮), মো. মাসুম (২৩) ও মো. রিপন (৩৮)-কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র জানিয়েছে, বাঁধেরহাট কলেজ গেটে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাকি আহত তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি গেছেন। তারা হলেন জামাল (২৮), মেহেদী হাসান সৌরভ (১৮) ও মো. হিরোন (৩০)।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতরা হাসপাতালে ভর্তি হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে মাসুম নামে একজন গুলিবিদ্ধ।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, তিনি নিজেই ঘটনাটি দেখতেছেন। তবে ওসি মির জাহেদুল হক রনির বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল