ময়মনসিংহের ভালুকায় আওয়ামী যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকালে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় যুবলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের আয়োজনে ওই তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিএনপি-জামায়াতের নৈরাজ্যবিরোধী শ্লোগানে মহড়া দেওয়া হয়। উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ