দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে গেল। এতে ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও মারা গেছেন ট্রাক চালক সোহেল (৩৫)। এসময় ট্রাকে থাকা অপর দুজন ব্যক্তি আহত অবস্থায় পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি খালি ট্রাক রোয়াকুলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্থ হলেও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা ট্রাকের মধ্যে থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জেনেছি। এছাড়া ট্রাকে থাকা দুজন আহত অবস্থায় পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহিত বলেন, স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। তিনি ট্রাক চালক ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ