কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ায় হতদরিদ্র জয়নব আরা বেগম নামে এক নারীর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো, মুজিবুল হক জানান, রাতে ওই ওই নারীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। জয়নব আরার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছেন। আয়ের কোন পথ না থাকায় তিনি অসহায় হয়ে পড়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন