বগুড়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, জেল হত্যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন। আজকের এই দিনটি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের ঐতিহাসিক কলঙ্কের দিন। পৃথিবীর কোথাও কারাবন্দী কাউকে হত্যা করা হয়নি। ৭১ এর পরাজিত শক্তিরা ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যেদের নির্মমভাবে হত্যা করেছিল। পরে জাতীয় চার নেতাকেও হত্যা করেছিল পরাজিত শক্তিরা ।
তিনি আরও বলেন, ৩রা নভেম্বরের মত নেক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটেছে। আজকে বিভিন্ন দেশ আমাদের উপর মানবাধিকারের কথা বলে, কিন্তু কেউ একবার ভাবেনা যে পৃথিবীতে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এই দিনে। দেশে যুদ্ধ অপারধের মানবাধিকার লঙ্ঘন আইনে বিচার হয়েছে। কিন্তু ৩রা নভেম্বর হত্যাকারীদের সাধারণ আইনে বিচার হয়েছিল। তাদের পুনরায় বিচার করতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের টেম্পল সড়ক দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী নেতা, আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট আমানউল্লাহ, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আনিছুজ্জামন মিন্টু, এ্যাডভোকেট তবিবর রহমান তবি, খালেকুজ্জামান রাজা, মাশারাফী হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্ত্তী, নাসরীন রহমান সীমা, রুহুল মোমিন তারিক, শেরিন আনোয়ার জর্জিস, শামছুল আলম জয়, আবু সেলিম, এম এ বাসেত, কামরুল হুদা উজ্জ্বল, মাহবুবা নাসরিন রূপা, আলমগীর স্বপন, গৌতম কুমার দাস, শুভাশিষ পোদ্দার লিটন, ভিপি সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, সাবিহা সাবরিনা পিংকি, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, নুরুজ্জামান সোহেল, রাশেকুজ্জামান রাজন, সজীব সাহা প্রমুখ।
এর আগে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম