গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে দেয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক কবির সম্রাট।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ান। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় আরো বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোশারফ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়সহ বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম