৪ নভেম্বর, ২০২৩ ১৮:৫৯

সখীপুরে মাদ্রাসার ৩০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের মিলনমেলা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে মাদ্রাসার ৩০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের মিলনমেলা

টাঙ্গাইলের সখীপুরে সবুজ বাংলা বালিকা দাখিল মাদ্রাসার ৩০ বছর পূর্তিতে প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে এ পুনর্মিলনীর প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান। মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে মো. হাবিবুর রহমান, মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ ইব্রাহীম খন্দকার, মওলানা মো. নাছির খন্দকার, মো. হুমায়ুন কবির, মো. নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য করেন। 

এ পুনর্মিলনে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিভিন্ন খেলাধূলার মাধ্যমে সময় কাটায়। সবুজ বাংলা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন এ পুনর্মিলনীর সমন্বয়কের দায়িত্ব পালন করে। এছাড়া আবুল কালাম আজাদ, মরিয়ম আক্তার ও নাজমা আক্তার গুরুপূর্ণ দায়িত্ব পালন করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর