৫ নভেম্বর, ২০২৩ ২০:৪৩

ইটনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ইটনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নূরপুর গ্রামের চুন্নু মিয়া (৬০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুন্নু মিয়া ও দেলোয়ারা বেগমের ছেলেরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছেলেদের পাশাপাশি এক পর্যায়ে তারাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, নূরপুর গ্রামের শ্যামল মিয়া (৩৮) এবং তার বাবা চুন্নু মিয়া, মা দেলোয়ারা বেগম ও স্ত্রী রুবি আক্তার (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চুন্নু মিয়া ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে ৫১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল ও তার স্ত্রী রুবি আক্তার পালিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর