৯ নভেম্বর, ২০২৩ ২১:২৮

চকরিয়ায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় দেয়াল চাপায় তোফায়েল উদ্দিন (২৩) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাখাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তোফায়েল ওই ইউনিয়নের নয়াপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে। 

জানা যায়, বৃস্পতিবার সকালে রাখাইনপাড়ার মংক্যাজ নামে এক ব্যক্তির পরিত্যক্ত দোকানের দেয়াল ভাঙতে যায় তোফায়েলসহ ৬ জন শ্রমিক। পরিত্যক্ত দেয়াল ভাঙতে গিয়ে তোফায়েল দেয়ালের নিচে  চাপা পড়েন। এ সময় অপর শ্রমিকরা তোফায়েলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর