১০ নভেম্বর, ২০২৩ ২০:৫৭

‘নিজ দেশে মানুষ মারছে, আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে’

ফেনী প্রতিনিধি

‘নিজ দেশে মানুষ মারছে, আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে’

পরশুরাম পৌর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আমেরিকাকে ইঙ্গিত করে বলেছেন, নিজ দেশে তারা মানুষ মারছে, আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কেউ হস্তক্ষেপ করুক, তা কাম্য নয়।

শুক্রবার পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে বিএনপি, জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পরশুরাম পৌর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ২০ বছর ধরে ক্ষমতায় থেকে দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

ফেনী-বিলোনিয়া সড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এলাকাবাসীকে স্মরণ করে দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরিকালীন এ এলাকায় স্কুল-কলেজ, রাস্ত-ঘাট, পুল-কালভার্টসহ অনেক কিছু নির্মাণ করেছি। উন্নয়নের কোনো দল নেই। দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে দেশ আরও সমৃদ্ধশালী হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্ল্যাহ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আব্দুর রসুল মজুমদার স্বপনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাবু প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর