নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা যুবলীগ। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা,জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন যুগ্ম আহ্বায়ক হাসানুল ইমাম রবিন, মোস্তাফা মেহমুদ আহমেদ তমালকে প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।