১২ নভেম্বর, ২০২৩ ১৬:৫১

মাগুরায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি


মাগুরায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে
অনুদানের চেক বিতরণ

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে দেড় কোটি টাকার ২৯৮টি অনুদানের চেক বিতরণ করেছে। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে মাগুরা আছাদুজ্জামান অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। 

জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, জেলা সমাজসেবা উপ পরিচালক জাহিদুল আলম।
এ সময় মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় উল্লেখিত রোগের ২৯৮ জন রোগীকে দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করেন।
                                                             
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর