ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য ট্রলার প্রদান করেছে ফরিদপুর জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের কাছে ট্রলার হস্তান্তর করেন।
পরে জেলা প্রশাসক ট্রলার ও মোটরসাইকেলযোগে চর হরিরামপুরের দুর্গম এলাকা চর শালেপুরে পৌঁছান। সেখানে ১ নম্বর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় চরাঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দুই শত শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, হটপট, পানির পট ও ১৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুনাসের মোহাম্মদ বাবর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন প্রমুখ।বিডি প্রতিদিন/এমআই