চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) ও সিফাত (১০) নামে দুই শিশু ডুবে মৃত্যুবরণ করেছে। নিহত মাহমুদ উল্লাহ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজিপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে এবং সিফাত হচ্ছে একই এলাকার হানিফের ছেলে।
সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। পরে বিকেলে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়া নতুনপাড়া ঘাট নামক স্থানে।
সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদে হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করার সময় মাহমুদ উল্লাহ ডুবে গেলে সিফাত তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে।বিডি প্রতিদিন/এএম