১৬ নভেম্বর, ২০২৩ ১৬:২৬

শার্শায় গাঁজাসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি

শার্শায় গাঁজাসহ আটক ২

শার্শা থানা পুলিশ উপজেলার লক্ষনপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে। ধৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আলম ও মানিকিয়া গ্রামের লাল্টু মোড়ল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ২ জন পালিয়ে যায়। ধৃত আসামিদের গাঁজার বস্তা মাথায় বহন করা অবস্থায় পুলিশ আটক করে এবং অপর দুইজন আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিক হোসেন জানান, গোপন সংবাদে শার্শা থানাধীন বহিলাপোতা মাঠ এলাকা থেকে আজ সকালে লক্ষনপুর অভিমুখে আসা ৪ ব্যক্তিকে চ্যালেন্জ করলে গাঁজার বস্তা ফেলে ২ জন পালিয়ে যায়।  গোড়পাড়া ক্যাম্পের এসআই সালাউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ২৪ কেজি ওজনের গাঁজাসহ আলম ও লাল্টুকে  হাতেনাতে আটক করে। এ সময় ২ আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে। ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত গাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর