দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রবিবার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মিছিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের নেতা মো. আফসার আলী সরদার নেতৃত্ব দেন। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
শনিবার রাতে রাজবাড়ীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও গোয়ালন্দ উপজেলার প্রধান সড়কে মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।বিএনপির নেতাকর্মীর বলেন, রবিবার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল পালন করা হবে। সাধারণ মানুষের প্রতি হরতাল পালনের আহ্বান জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল