১৮ নভেম্বর, ২০২৩ ২৩:৫২

হরতালের সমর্থনে রাজবাড়ীতে বিএনপির মশাল মিছিল

রাজবাড়ী প্রতিনিধি

হরতালের সমর্থনে রাজবাড়ীতে বিএনপির মশাল মিছিল

মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রবিবার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

মিছিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের নেতা মো. আফসার আলী সরদার নেতৃত্ব দেন। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

শনিবার রাতে রাজবাড়ীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও গোয়ালন্দ উপজেলার প্রধান সড়কে মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীর বলেন, রবিবার ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল পালন করা হবে। সাধারণ মানুষের প্রতি হরতাল পালনের আহ্বান জানান জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর