টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে থাকে। আজ বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখাছিলো। পরে হঠাৎ রাত ১১টা ৩০ মিনিটের দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশেপাশে থাকা মানুষদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসকে মোবাইল করলে ১৫ মিনিটের মধ্যে তারা এসে তা নিয়ন্ত্রণে আনে।
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা সংবাদ দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিলো সে আগুন দেখেই বের হয়ে আসে তাই কোন হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গিয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাস সাইডে দাঁড় করিয়ে বাসের ভেতর হেল্পার ঘুমাচ্ছিলো। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায় এবং দেখে বাহিরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা অতিদ্রুত এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ