কুষ্টিয়া সদরের দোস্তপাড়ায় ট্রেনে কাটা পড়ে পতিরন নেছা নামে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী শরীফ ইসলাম বলেন, গ্রামের নারীরা সাধারণত দোস্তপাড়া লাল ব্রিজের কাছে ছাগল চরাতে যায়। পতিরন নেছাও তেমনি ছাগল চড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।
পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি এমদাদ হোসেন জানান, খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনে মঙ্গলবার বিকেল চারটার দিকে কাটা পড়েন ওই নারী। পতিরণ নেছা দোস্তপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম