প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার ফেনী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল বাসার মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, প্রার্থীর সহধর্মিণী অধ্যাপক ডা. জাহানারা আরজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই