শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল সাইদুল কাজী (৩২) নামে এক যুবককের। এ সময় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। বুধবার শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল কাজী জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিক নগর গ্রামের মৃত আবু বক্কর কাজীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ডালিয়া বেগম ও ছেলে আয়ানকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুল কাজী। এ সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ঘটনাস্থলেই মারা যান। স্ত্রী ডালিয়া ও ছেলে আয়ান গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ