জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, যে বন্দুকের নলও নেই, গুলিও নেই। সেটাই হলো ড্যামি।
বুধবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রাধানমন্ত্রী এবারের নির্বাচনে ঘোষণা দিয়েছেন ড্যামি ক্যান্ডিডেট রাখার জন্য। ড্যামি বলতে আমরা জানি যে, ছোটকালে আমরা কুচকাওয়াজ করেছি। ওখানে একটা বন্দুক থাকতো, যে বন্দুকের নলও নেই, গুলিও নেই। সেটাই হলো ড্যামি। সেটা ফোটেও না। ক্ষতিও করে না। তো নির্বাচনে আমরা একটা ড্যামি ক্যান্ডিডেট রাখবো। যাতে করে আন-কনটেস্ট কোন জায়গাতে কেউ নির্বাচিত না হয়। আমরা কমপিটিশনের মধ্যে দিয়ে একটা চমৎকার পার্টিসিপেটরি ইলেকশন বা অশগ্রহণমূলক যে নির্বাচনটা সকলের বিষয় সেখানে আমাদের অবাধ, সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। সেটাই আমাদের বিষয়।
মুজিবনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মেহেরপুর সরকারি কলেজে চালু করা হবে। একটি ভাড়া বিল্ডিংয়ে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার নিয়ম রয়েছে। আমাদের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করবো, পড়ানোর জন্য আমরা কিছু জায়গার চিন্তা-ভাবনা করছি। সেটি এমনও হতে পারে যে মেহেরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনে শুরু করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত