নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ভোট চুরির প্রবর্তক জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করে যে কলঙ্কিত অধ্যায় রচনা করে গেছেন। সেই সুযোগ আর কাউকে দেয়া হবে না। আমরা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে চাই। এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের চতুর্থ বারের মত মনোনয়ন পাওয়ায় তাকে আজ বিকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জে) পৌঁছালে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিরল উপজেলার কাঞ্চন ও বিরল মোড়ে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে এবারও তারা বড় রকমের ভুল করবে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির রাজনীতি ভুল। তাই তাদের ডাকে জনগণ সাড়া দেয় না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের মানুষকে যে আলোর পথে নিয়ে গেছেন, সেই আলোর পথ ছেড়ে মানুষ আর অন্ধকারে যেতে চায় না। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের সকলে নাগরিক হতে চায়।
পথসভায় উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাড. রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভুষণ রায়, মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা খানম, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত