বাগেরহাটের মোরেলগঞ্জে ১১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য শনিবার বিকেল ৩টার দিকে এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান। সদস্য সচিব হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। শনিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই