চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে- বংপুর গ্রামের মর্জিনা বেগম, তৌফিকুল ইসলাম, একই উপজেলার এনায়েতপুরের তরিকুল ইসলাম ও পশ্চিম জগৎ গ্রামের আল আমীন। রবিবার রাত একটার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের বংপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৪’শ গ্রাম গাঁজা, ২টি মোবাইর ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, মর্জিনার বাড়িতে অভিযানিক চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তৌফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তরিকুল ও আল আমিনকে গাঁজা কেনার সময় তাদের আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১ কেজি ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম