৪ ডিসেম্বর, ২০২৩ ২১:৩৯

নাটোরে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের লোক পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল তিনটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক রিপন খন্দকার (৩৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।

রবিবার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। রিপন খন্দকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ও একটি স্মার্ট মোবাইল ফোনজব্দ করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর