কুষ্টিয়া শহরের একতারা মোড়ে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, সন্ধ্যা সাতটার দিকে দুই মিনিটের জন্য স্বেচ্ছাসেবক দল ঝটিকা আগুন মিছিল বের করে।তাদের ছাড়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই মিছিল থেকে একটি পটকা ফোটানো হয়। দুই মিনিটের মধ্যে পালিয়ে যায় মিছিলকারীরা।
ওসি বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম