গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা রংপুর শহরের তিনমাথা এলকার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের হান্নানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা দুই বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ছাপড়হাটী ইউনিয়নের হান্নানের মোড় এলাকায় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে৷
সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। এ সময় গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
বিডি প্রতিদিন/এএ