১১ ডিসেম্বর, ২০২৩ ১১:০৪

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

উত্তরের জেলা কুড়িগ্রামে গত তিনদিন ধরে তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল পেরিয়ে দুপুর বেলায়ও সূর্যের আলো না দেখায় শীতের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও অনেক যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে চালকদের। সোমবার সকালে জেলায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করেছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় শীতের শুরুতেই হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে দেখা দিয়েছে কষ্ট। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষজনের কাজে যেতে না পেরে পড়েছেন চরম বিপাকে। ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া শীতের ভাপা পিঠা খেতে পিঠার দোকানেও অনেকে আসছেন। জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা আরো ধীরে ধীরে কমবে বলে জানানো হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর